সবার জীবনে কিছু ঘটনা থাকে যেটা শুনলে হাসিও পায় আবার একটু আবেগেও ভাসায়। আমার জন্মদিনের গল্পটাও ঠিক তেমনই। আমার জন্মদিন আমি কখনোই জানতাম না—মানে আসলটা। ঐ সময়ের রেওয়াজ অনুযায়ী সেকেন্ডারি পরীক্ষার রেজিস্ট্রেশনের সময় কেরানি মামা তার মর্জিমতো একটা জন্মতারিখ বসিয়ে দিলেন, যেন একটা ফেইসবুক অ্যাকাউন্ট খুললেন। কিন্তু ছোটবেলা থেকেই একটা কথা বহুবার শুনেছি—আমি নাকি আমার খেলার সাথী মামাতো ভাইয়ের ২১ দিন ছোট। কথাটা এতবার শুনেছি, মনে হয় একটা “বোনাস ইনফো” হিসেবে জন্মসনদে লেখা উচিত ছিল! তা বছর দশেক আগে সেই মামাতো ভাই একদিন তার বাবার পুরনো ডায়েরি খুঁজে পেল। ডায়েরিতে তার জন্মদিন লেখা ছিল । সেটা সে আমাকে দেখালো। কিন্তু বিষয়টা নিয়ে তখন আমার কোন কৌতুহল ছিলনা। ২১ দিন কি গ্যাপ নাকি ২১ তম দিন সেটা কনফিউশান ছিল। তবে তারিখটা আমি একবার দেখেই মাথায় গেথে নিয়েছিলাম সংগত কারনেই। বছরখানেক আগে একদিন মায়ের সাথে বসে পুরনো দিনের গল্পে ডুব দিয়েছি। হঠাৎ কি যেন মনে পড়ল, জিজ্ঞেস করলাম—“মা, আমি কোন বার জন্মেছিলাম?” মা স্পষ্টভাবে বলল, “তুই সোমবার জন্মেছিস।” তখনই মাথায় বুদ্ধি চাপল—৩ যুগ পেছনের ক্যালেন্ডারে একটু উঁকি দেই। মামাতো ভাইয়ের জন্মতারিখ থেকে ২১ দিন যোগ করে দেখি সত্যিই একটা সোমবার! আর তারিখটা ছিল ৯ জুলাই।এইবার বিষয়টা অন্য লেভেলে গেল। আমি যাকে “সরকারি জন্মদিন” বলে পালন করতাম, সেটা আসল না এই সত্য উদঘাটনের পর আমার সবাই রীতিমতো এক্সাইটেড! জন্মসনদে না থাক, আজ থেকে ৯ জুলাই-ই আমার আসল জন্মদিন
Md. Faruque Hossain
Sales team & tools specialist
Post a Comment