একজন মানুষ কেমন—তা তিনি নিজে যতই বলুন না কেন, তাঁর চারপাশের মানুষই তার আসল পরিচয় জানে।

একজন স্বামী হিসেবে কেমন, তা জানেন তার স্ত্রী।
একজন ভাই কেমন, তা বোঝেন তার ভাইবোন।
একজন বাবা কেমন, তা জানে তার সন্তান।
একজন সন্তান কেমন, তা বোঝেন তার পিতা-মাতা।
একজন ব্যবসায়ী কেমন, তা বোঝেন তার ক্রেতা।
একজন মানুষ হিসেবে কেমন, তা টের পায় তার চারপাশের মানুষ।
সে পরিশ্রমী কিনা, তা বোঝেন তার কর্মদাতা।
আর সে বস হিসেবে কেমন, তা জানেন তার সহকর্মীরা।

তাই নিজেকে নিজেই শ্রেষ্ঠ ভাবা চরম বোকামির চিহ্ন ছাড়া কিছুই নয়।

কারণ, পৃথিবীর প্রত্যেকের নিজস্ব চিন্তা আছে, আর সেই চিন্তাই তার কাছে সবচেয়ে সঠিক বলে মনে হয়। একজনের জীবনে যা সঠিক, অন্যের জীবনে তা-ই ভুল হতে পারে। তাই সিচুয়েশন না বুঝে হুটহাট কাউকে জ্ঞান দেওয়া, তা যত ভালো অভিপ্রায় থেকেই হোক না কেন, প্রায়শই ‍উল্টো প্রতিক্রিয়া তৈরি করে।

অহংকারের জন্ম হয় জ্ঞান থেকেইঃ হাদীসে এসেছে:

"অহংকার হচ্ছে জ্ঞানের বিপদ।"
আল্লাহ বলেন:
“নিশ্চয়ই আল্লাহ অহংকারী ও দাম্ভিককে পছন্দ করেন না”
সূরা লুকমান, আয়াত ১৮

প্রকৃত জ্ঞানী সে–
যে নিজের ভুল মেনে নিতে জানে, নিজেকে বড় ভাবার বদলে নতুন কিছু শেখার আগ্রহে দিন কাটায়।

নিজেকে যাচাই করুন নিজের আয়নায় নয়আশেপাশের মানুষদের প্রতিক্রিয়া ও অনুভবের মধ্য দিয়ে। জ্ঞান অর্জন করুন, তবে জ্ঞান থেকেই নম্রতা শেখা সবচেয়ে বড় গুণ



@learnstation

Post a Comment

Previous Post Next Post