আমি যা ভাবি, আমি যা বলি—তা ভুল হতে পারে। তবে আমি যে সিদ্ধান্ত গ্রহণ করি, তা কখনোই তাৎক্ষণিক নয়।
প্রতিটি সিদ্ধান্ত আমি নিই কয়েকটি ধাপ, কিছু ফিল্টার ও একাধিক যাচাইয়ের মধ্য দিয়ে। ব্যক্তিগত জীবন, পরিবার, সমাজ কিংবা কর্মজীবন— আমার নেওয়া বেশিরভাগ সিদ্ধান্তই সফল হয়েছে।
আমি বিশ্বাস করি, যদি কোনো সিদ্ধান্ত আমাকে কনভিন্স করতে না পারে, তবে যেই বলুক না কেন-
সেটাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই।
অন্যদের ভুল সিদ্ধান্তগুলো আমাকে বারবার সঠিক দিকটি চিনতে শিখিয়েছে, আর সেই শিক্ষাগুলোই আমাকে দিয়েছে
বিচক্ষণ ও বাস্তবমুখী সিদ্ধান্ত নেওয়ার প্রেরণা। তবে কেউ যদি আমাকে যুক্তি দিয়ে কনভিন্স করতে পারে, আমি নিঃশব্দে সেটা আমার ভেতর গ্রহণ করি। এটাই আমার অভ্যাস।
আমার সাহস ও আত্মবিশ্বাসের উৎস
প্রতিটি সফল সিদ্ধান্তই আমাকে পরের সিদ্ধান্তের জন্য সাহস জুগিয়েছে। বাড়িয়েছে আত্মবিশ্বাস, তুলেছে আমাকে আলাদা কাতারে, আর দিয়েছে সম্মান।
আমার ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি
আগামী দিনগুলোতে আমি চাই প্রতিটি কাজে আরও বেশি—সাহস, আত্মবিশ্বাস, আর নতুন কিছু করার বিস্ময় যুক্ত হোক।
Post a Comment