সৎ হওয়ার চেকলিস্ট
সৎ থাকা মানে শুধু মিথ্যা না বলা নয়—বরং প্রতিটি কাজেই সততার ছাপ রাখা। নিচের বিষয়গুলো অনুসরণ করে আপনি একজন প্রকৃত সৎ মানুষ হয়ে উঠতে পারেন:
🔸 প্রতিশ্রুতি ও নীতিবোধ
নিজের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করুন, যত ছোটই হোক।সবসময় নীতি ও নৈতিকতা বজায় রাখুন।
কর্মক্ষেত্রে ব্যক্তিগত লেনদেন থেকে বিরত থাকুন।
🔸 ন্যায্যতা ও নিরপেক্ষতা
ব্যক্তিগত পছন্দ-অপছন্দ না মেনে সবার সাথে সমান ও ন্যায্য আচরণ করুন।বৈষম্য এড়িয়ে চলুন—কর্মক্ষেত্রে কিংবা জীবনের যেকোনো জায়গায়।
🔸 দায়িত্ব ও স্বীকারোক্তি
নিজের ভুল স্বীকার করুন—ছোট হোক বা বড়।অন্যের উপর দোষ চাপাবেন না—নিজের দায় নিজে নিন।
🔸 সীমারেখা ও সততা
অন্যের অর্থ বা জিনিস কখনো অন্যায়ভাবে বা জোরপূর্বক ব্যবহার করবেন না।সম্পর্ক গড়ুন পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসের ভিত্তিতে।
🔸 আচার-আচরণ
নম্রভাবে নিজের অর্জন শেয়ার করুন—অহংকার নয়।ভদ্রভাবে অভিবাদন জানান, সবার প্রতি সম্মান প্রদর্শন করুন।
মিথ্যা বা গুজব ছড়াবেন না—এটি শেষ পর্যন্ত আপনাকেই নিচে নামিয়ে আনবে।
🔸 যোগাযোগ ও আন্তরিকতা
যোগাযোগের সময় উদ্দেশ্য পরিষ্কার ও আন্তরিক রাখুন, যাতে ভুল বোঝাবুঝি না হয়।সময় না থাকলে সম্মানজনকভাবে অবহিত করুন—উপেক্ষা নয়, সম্মানবোধ থাকুক।
এমন প্রতিশ্রুতি দেবেন না, যা আপনি রাখতে পারবেন না।
🔸 নিঃস্বার্থ সহায়তা
মানুষকে নিঃস্বার্থভাবে সাহায্য করুন—প্রত্যাশা ছাড়াই।
Md. Faruque Hossain
Sales team & tools specialist
Post a Comment