১) পজিশনিং: সুন্দর পোষাক, পরিপাটি ও গোছানো মানুষকে প্রথম দেখাতেই এভয়েড করার সুযোগ কম। তাই নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করুন।

২) যোগাযোগ: তথ্যবহুল গোছানো কথা মানুষের মন কেড়ে নেয়। সাথে যদি আই কনট্যাক্ট করা যায় আরো ভালো। ক্রেতার প্রোফাইল সম্পর্কে ধারনা থাকলে কথা বলতে আরো সুবিধা। বিজনেস ইনসাইড অর্থাৎ কোন ব্রান্ড আর কোন পন্য বেশি কিনেন জানলেতো আপনি ফাটিয়ে দিতে পারবেন।

৩) সম্পর্কস্থাপন: কোনভাবে একটা সম্পর্ক স্থাপনের চেস্টা করুন। সেটা হোক বয়সের মিল, হোক একাডেমিক ইয়ার। অথবা তার কোন বন্ধু, আত্নীয় আপনার পরিচিত। অথবা তাকে কোন কাজে হেল্প করে।

৪) বিশ্বাস অর্জন: সদ্য তৈরি হওয়া সম্পর্কটা বিশ্বাসে ভরপুর করুন। কমিশন যা দেয়ার কথা তাই দিন। মালামাল যেদিন ডেলিভারি দেয়ার কথা সেদিনই দিন। আপনি নেক্সট যেদিন দেখা করার কথা সেদিনই করুন। কোন ওভার প্রমিজ করবেন না যা আপনি করতে পারবেন না।

৫) আন্তরিকতা: সকল যোগাযোগে আন্তরিক হোন। ফোন দিলে রিসিভ করুন, না পারলে ব্যাক করুন। অনলাইনে নক দিলে দ্রুত রিপ্লাই দিন। কোন তথ্য জানতে চাইলে প্রদান করুন।

৬) সেলস করুন: এবার আপনি দ্বীধাহীনভাবে মনখুলে সেলস করুন। ভবিষ্যতে আরো বেশি সেলস করতে সম্পর্ক উন্নয়নে মনোযোগী হোন।

৭) সাপোর্টিভ হোন: আফটার সেলস সার্ভিস নিশ্চিত করুন। আসস্থ করুন। আরো বেশি বেশি সেলস করুন।


Md. Faruque Hossain
Sales team & tools specialist

5 Comments

  1. প্রিয় স্যার ,
    অনেক ভালো কিছু শিখতে পারলাম এখান থেকে,,❤️

    ReplyDelete
  2. স্যার সেলস ম্যানদের জন্য খুব শিক্ষণীয় কথা।

    ReplyDelete
  3. ধন্যবাদ স্যার সেলস্ এর জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় গুলো তুলে ধরার জন্য ❤️❤️

    ReplyDelete
  4. Thank You Dear Sir❤️

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post